সম্মানিত কমিটির সদস্যবৃন্দ আসসালামুয়ালাইকুম। আগামী শুক্রবার বিকেল ৪ ঘটিকায় কার্যকর কমিটির সভা ০৬/২২ এর আয়োজন করা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। নির্মে আলোচনা বিষয়বস্তু প্রদান করা হলো
১। উদ্ভূত শেয়ার ক্রয় বিক্রয় সম্পর্কিত আলোচনা
২। বাউন্ডারি ওয়ালের ব্যাপারে আলোচনা।
৩। রাজউকের প্লান পাশ সংক্রান্ত আলোচনা।
৪। বাৎসরিক সাধারণ সভা সংক্রান্ত আলোচনা।
৫। আপৎকালীন ফান্ড নিয়ে আলোচনা
উপরে উল্লেখিত বিষয়সমূহ নিয়ে আলোচনার জন্য আগামী শুক্রবার বিকেল ৪ ঘটিকায় সভা করার জন্য মতামত আশা করছি।
উক্ত সভায় কার্যকর কমিটির সদস্য ব্যতীত উপদেষ্টা কমিটির সম্মানিত সদস্য গণদের আমন্ত্রণ জানানো হবে।

সভাপতি
টাওয়ার ৭৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *